বাগদার পরিযায়ী শ্রমিক ফজের মণ্ডল ও তাঁর স্ত্রীকে অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশে ‘পুশব্যাক’ করে মহারাষ্ট্র পুলিশ। ফের ভিন্রাজ্যে কাজে যেতে ভয় পাচ্ছেন ফজরেরা।
বাংলাদেশি অনুপ্রবেশকারী খোঁজার হিড়িক পড়েছে দেশ জুড়ে। অভিযোগ, সেই হিড়িকে বৈধ নথি থাকা সত্ত্বেও আটক করা হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। বাগদার ফজের মণ্ডলের অভিজ্ঞতা আরও ভয়াবহ। ফজের আর তাঁর স্ত্রীকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয় মহারাষ্ট্র পুলিশ। এখন কেমন আছেন ফজেরেরা? ফের বাইরে কাজে যাবেন?