পৃথিবীর সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেল ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র! ভারতের স্থান কত নম্বরে?

Spread the love

এশিয়ার দেশগুলির মধ্যে জাপান রয়েছে দশম এবং চিন ১৫তম স্থানে। এ ছাড়া, শ্রীলঙ্কা ৫৯, পাকিস্তান ৬৫ এবং বাংলাদেশ ১২৬তম স্থান পেয়েছে। দীর্ঘ এই তালিকায় ভারতেরও নাম রয়েছে।

এ বছর বিশ্বের সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেল ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা! সদ্য প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স’ অনুসারে, পিরেনিস পর্বতমালা বরাবর ফ্রান্স এবং স্পেনের মাঝে অবস্থিত দেশ অ্যান্ডোরা ২০২৫ সালে বিশ্বের সব থেকে নিরাপদ দেশ হিসাবে বিবেচিত হয়েছে। অর্থাৎ, অ্যান্ডোরায় অপরাধের হার সব চেয়ে কম। শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামোও রয়েছে সে দেশে। এ ছাড়া, তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে পশ্চিম এশিয়ার তিন দেশ সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই), কাতার এবং ওমান। বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে এশিয়ার তাইওয়ানও।

তালিকার প্রথমেই রয়েছে অ্যান্ডোরা, নিরাপত্তা সূচক ৮৪.৭। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, নিরাপত্তা সূচক ৮৪.৫। তৃতীয় স্থানে রয়েছে কাতার, নিরাপত্তা সূচক ৮৪.২। এর পরেই রয়েছে তাইওয়ান এবং ওমান, নিরাপত্তা সূচক যথাক্রমে ৮২.৯ এবং ৮১.৭। এশিয়ার দেশগুলির মধ্যে জাপান রয়েছে দশম এবং চিন ১৫তম স্থানে। এ ছাড়া, শ্রীলঙ্কা ৫৯, পাকিস্তান ৬৫ এবং বাংলাদেশ ১২৬তম স্থান পেয়েছে। দীর্ঘ এই তালিকায় ভারতেরও নাম রয়েছে। তবে ৬৬তম স্থানে। নিরাপত্তা সূচক ৫৫.৭। আরও পিছনে রয়েছে ব্রিটেন (৮৭তম স্থানে, ৫১.৭), আমেরিকা (৮৯তম স্থানে, ৫০.৮)!

Leave a Comment